রূপম ইসলাম: মঞ্চে দাপিয়ে বেড়ানো এক রকস্টার

রূপম ইসলাম (Rupam Islam) নামটা শুনলেই রক্তের উথাল-পাথাল টের পাওয়া যায়। কথা‚ সুর আর গায়কীর এক মহাসমাবেশ যেন রূপম। তিনি শিখিয়েছেন জীবনটা কেমন‚ ভালোবাসা আদতে কি‚ সত্যি বলে সত্যিই কিছু নেই।

“আরও একবার রাজি আমি
আমি রাজি ঝুঁকি নিতে
তোর চোখে উঁকি দিতে
সম্মোহনের আমন্ত্রণে।”
এই গানটা আমার কাছে একটু বেশী স্পেশাল। এসএসসির আগের গ্রীষ্মটা একা কেটেছে এই গানের সাথে। একা দিন আর মাঝেমাঝে দমকা বাতাসের তোড়ে আমার উষ্কখুষ্ক চুল না উড়লেও এই গানে আমার মন উড়তো নীলিমায়। এই গান শুনে প্রথম প্রেমে পড়া। সেই প্রেম আজও আছে, পাশাপাশি সমান্তরালে বয়স বাড়ছে এই গানের।

তৃষ্ণা বলতে আমি বুঝি
“খোঁড়ো আমার ফসিল
অনুভূতির মিছিল
প্রতিক্রিয়াশীল কোনো বিপ্লবে
বলো তুমি কি আমার হবে…”
এই গান থেকেই এসেছে ফসিলস নামটি। যা বাংলার সমৃদ্ধ গানের এক আতুরনিবাস। আমি অবাক হই এটা ভেবে যে রূপম কি আমাকে চেনে? না হলে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোই কিভাবে সে গানে তুলে আনে! কিভাবে আমার কথা-ই আমাকে শোনায়! এ এক অপার বিষ্ময়, যদি তুমি ছুঁতে পারো!

প্রিয়তমা বলতে রুপম শিখিয়েছেন
“আমি ভালোবাসি যাকে, সে বিষাক্ত মানুষ
সবুজ তার শিরা, ফ্যাকাশে আঙুল
নীলাভ তার ঠোঁটে সাপের ছোবল
নিলয় অলিন্দে খামখেয়ালি প্রবাহ”
যে ছাত্রটির মনোযোগ সবচেয়ে কম‚ বোকাসোকা এবং সরল‚ তারও একটা অনুসন্ধানী চোখ থাকে। যে চোখে একটা মানুষকে বসিয়ে রাখে সারাটা সময়। কেউ টেরও পায় না। ব্যোমকেশ বা শার্লক কেউ সেই অনুসন্ধানের ধারেকাছেও যেতে পারে না।

একজন দুর্ধর্ষ প্রেমিক কেমন হয়?
যে কোনোকিছুই ভয় করে না‚
ব্রহ্মাণ্ডে সে-ই সবচেয়ে শক্তোপোক্ত প্রেমিক…
সে-ও গেয়ে ওঠে ভিতরে অথবা বাইরে‚
“মহাপ্রলয়ে উড়িয়ে দেব
যত বিস্ফোরনের শুকনো ছাই
আমি ব্রহ্মাণ্ডের প্রতিটি ধুলোয়
লিখে দেবো শুধু তোমাকে চাই..”
কতবার জড়িয়ে ধরে এই কথাটা নির্দ্বিধায় বলেছি প্রিয়তমাকে তার ইয়ত্তা নেই। ভীষণভাবে প্রভাবিত হয়েছি ব্যক্তিগত জীবনে এসব স্তবক থেকে।

“হায়রে ভার্চুয়াল সখী
সাধের রেডিও জকি, ঠকিও না
নিজেকে নিশি উদযাপনে
হাই সোসাইটির সম্মোহনে বিকিও না
ভিভিআইপি পাপীর খুচরো প্রেমে
আসল সোনা গচ্ছা দিও না”
এইসব গান রূপম ছাড়া এই ইউনিভার্সে অন্যকেউ দিতে পারবে বলে আমি আগেও বিশ্বাস করতাম না‚ এখনও করি না।

রূপম ইসলাম কি শুধুই প্রেমে আছেন? না, না। তা কেনো হবে। তিনি আছেন বিপ্লবে, প্রতিবাদে, স্রোতের বিপরীতে। স্কুল বাড়িটার গান, একলা ঘর, উগ্রবাদের গুপ্তবই, মিলেনিয়াম, ২৯ শে অক্টোবর, বাইসাইকেল চোর, ভেমুলার চিঠি, বই চোর, বাংলাদেশ, dewali pee, পালাও, সংহতি জানাই, দানিকেন ইত্যাদি গান কোথাও গিয়ে রূপম ইসলামকে শুনতে বাধ্য করবে রুচিশীল শ্রোতাদের, অন্যভাবে ভাবা মানুষদের।

প্রেমিকের আকুতি নেমে আসা কণ্ঠ জুড়ে আমার হয়ে রূপম ইসলাম গেয়ে ওঠে,
“আমি তোমার ভালোবাসা চাই
তাই তোমায় ভালোবেসে যাই
বলো আমার এমন চাহিদায়
কী মন দেওয়া যায়
জীবন দেওয়া যায়
হৃদয় দেওয়া যায়
শরীর দেওয়া যায়…”
এক অসামান্য দুঃখবোধ আর না পাওয়া থাকলেই এই গানকে অনুভব করা যায়!

শুভ জন্মদিন রূপম ইসলাম। আওয়াজ যেমন উঁচু রাখো, ওভাবেই চলুক। কারণ, শুধু তোমার ক্ষমতা আছে…

আল শাহারিয়া
কবি, গীতিকার ও কন্টেন্ট রাইটার

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *