একটি রাত – আল শাহারিয়া
একটি রাত আল শাহারিয়া এর লেখা একটি মুক্তগদ্য। পড়তে পারেন। আশা করি, ভাল লাগবে। রঙ হারানো বিকেল‚ ঈষৎ সন্ধ্যে ভাব। এই বুঝি গাঢ় অন্ধকার ঢেকে দেবে পুরো গ্রাম। ইলেক্ট্রিসিটির কৃত্রিম আলো নেই এখানে। চাঁদের আলোয় যতদূর দেখা যায় পুরোটাই শুদ্ধ-সুন্দর। দখিনা হাওয়ায় তোমার দীঘল চুল উড়ে চলেছে অবিরত। পোড়ামাটির গন্ধ আসছে কুমারপাড়া থেকে। আমাদের এমন…
